ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

টিন চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
টিন চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া ‘কোয়ান্টিকো’র সুবাদে এ বছর পিপলস চয়েস অ্যাওয়ার্ডে নতুন টিভি সিরিজের জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন। এবার টিন চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন তিনি।

টেলিভিশনের নতুন উজ্জ্বল তারকা তথা চয়েস টিভি ব্রেকআউট স্টার বিভাগে মনোনীত হয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। টুইটারে 'বাজিরাও মাস্তানি' তারকা লিখেছেন, 'খবরটা দারুণ আনন্দের! টিন চয়েসকে ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য। আমি উচ্ছ্বসিত, ফক্স নেটওয়ার্কের কাছে কৃতজ্ঞ। '

সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়া, ফ্যাশন, কমেডি ও ভিডিও গেমসে সফল ব্যক্তিত্বদের স্বীকৃতি দেওয়া হয় টিন চয়েস অ্যাওয়ার্ডসে। এবার তারকাখচিত অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসে আগামী ৩১ জুলাই।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।