ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কবিতা ও সুরের 'যুগলবন্দী'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
কবিতা ও সুরের 'যুগলবন্দী'

বাংলা সাহিত্যের তিন প্রবাদপ্রতিম কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতাকে সুর দিয়ে সাজানো হলো গানের অ্যালবাম। নাম 'যুগলবন্দী'।

কবিতাগুলো হলো জীবনানন্দ দাশের 'বনহংস', 'আকাশনীলা', 'বনলতা সেন', 'এই পৃথিবীতে', 'তোমরা যেখানে সাধ', কাজী নজরুল ইসলামের 'সাঁঝের পাখিরা', 'তোমার আমার এই যে বিরহ' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাল রাতের বেলা', 'আমি কান পেতে রই', 'ভালোবেসে সখী', 'আমরা দুজন', 'হঠাৎ দেখা' ও 'শেষের কবিতা'।

হেদায়েতুল্লাহ আল মামুন ও ওস্তাদ শাহাদত হোসেন খানের অ্যালবামটিতে তবলা বাজিয়েছেন জাকির হোসেন, বাঁশিতে সুর তুলেছেন হাসান আলী। অ্যালবামটির ভাবনা ও পরিকল্পনা করেছেন নাজমুল আনোয়ার। এটি বাজারে এনেছে ইউনিভার্সেল মিউজিক।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।