ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দুই অংশের শেষ এখানেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
দুই অংশের শেষ এখানেই তমালিকা কর্মকার ও শবনম ফারিয়া

দুই বছর আগে কোরবানি ঈদে চ্যানেল নাইনে প্রচারিত হয় 'দুই অংশের শেষ একটাই'। এটি ব্যাপক প্রশংসিত হয়।

ফলে এবার তৈরি হচ্ছে এর নতুন কিস্তি 'দুই অংশের শেষ এখানেই'। আগেরটির মতো এটিও লিখেছেন ও পরিচালনা করছেন তানিম রহমান অংশু।

এবারের পর্বে নতুন যুক্ত হয়েছেন তমালিকা কর্মকার। তিনি বাংলানিউজকে বললেন, 'বিশেষ একটি চরিত্রে অভিনয় করছি। বলতে পারেন এমন চরিত্রে দর্শক এবারই প্রথম আমাকে দেখবে। তাদের জন্য চমকও আছে। এমন একটি কাজে যুক্ত করার জন্য অংশুকে ধন্যবাদ। । '

পুরান ঢাকার অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের নিয়ে সাজানো হয়েছে টেলিছবির গল্প। তাই রোববার (১২ জুন) থেকে পুরান ঢাকার সূত্রাপুরে টেলিছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছে। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সেখানে একটি বাড়ি ভাড়া করে কাজ চলছে।

এবারের পর্বেও অভিনয় করছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, কচি খন্দকারসহ অনেকে। শবনম ফারিয়া বাংলানিউজকে বললেন, 'আগের পর্বটা অসমাপ্তভাবে শেষ হয়েছে। এবারের পর্বে একটা সমাপ্তি পাওয়া যাবে। '

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।