ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কারিশমা কাপুরের আনুষ্ঠানিক বিয়ে বিচ্ছেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
কারিশমা কাপুরের আনুষ্ঠানিক বিয়ে বিচ্ছেদ সঞ্জয় কাপুর ও কারিশমা কাপুর

দুই বছর ধরে আলাদা থাকছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও তার স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাদের এই ছাড়াছাড়ি খুব আলোচিত।

এবার কাগজে-কলমে আনুষ্ঠানিক বিচ্ছেদও হয়ে গেলো এই দম্পতির।

সোমবার (১৩ জুন) মুম্বাইয়ের একটি পারিবারিক আদালত কারিশমা-সঞ্জয়ের বিয়ে বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছেন। লোলোর (কারিশমার ডাকনাম) আইনজীবী ক্রান্তি সাথি বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘উভয়ের আবেদনে যা কিছু লেখা ছিলো সব যাচাই করে আদালত বিচ্ছেদের অনুমতি দিয়েছেন। ’

সঞ্জয় কাপুরের আইনজীবী আমান হিঙ্গোরানি জানান, সুপ্রিম কোর্টে দুই পক্ষের আপসে মীমাংসা হওয়ার বিষয়টি পারিবারিক আদালতে জানানো হয়েছিলো।

২০০৩ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিলো কারিশমা ও সঞ্জয়ের। দুই বছর আগে তারা আলাদা থাকার মাধ্যমে বিচ্ছেদের জন্য আবেদন করেন। তাদের কন্যা সামিরা ও পুত্র কিয়ান থাকবে মায়ের তত্ত্বাবধানে।

ছেলেমেয়ের সঙ্গে দেখা করার অধিকার পেয়েছেন সঞ্জয়। ছুটিতে দুই সপ্তাহ তাদেরকে নিয়ে বেড়াতে পারবেন তিনি। কারিশমার বাবা বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর বলেন, ‘এ নিয়ে মন্তব্য করতে চাই না। আমাদের যা দুশ্চিন্তা ছিলো সেসবের নিষ্পত্তি হয়েছে। ’

বলিউডে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘জুবেইদা’র মতো ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন কারিশমা। তাকে সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’-এর মাধ্যমে রূপালি পর্দায় দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।