ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গিটার শিখছেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
গিটার শিখছেন শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর

‘রক অন টু’ ছবিতে পিয়ানোবাদক চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার ‘হাফ গার্লফ্রেন্ড’-এ সংগীতের পাগল এমন আরেকটি চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি।

এজন্য গিটার শিখছেন ২৭ বছর বয়সী এই তারকা।

প্রখ্যাত শাস্ত্রীয়সংগীত শিল্পী পান্ডারিনাথ কোলাপুরি পরিবারের সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন শ্রদ্ধা। এরই মধ্যে ‘এক ভিলেন’ ছবির ‘গালিয়া’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয়েছে তার। নিজের আগামী ছবিগুলোর জন্য বাদ্যযন্ত্রে দখল আনতে হচ্ছে তাকে।

এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, “আমি গান ভালোবাসি। বাদ্যযন্ত্রের প্রতি আমার আগ্রহ আছে। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে গিটারের অংশ খুব বেশি নয়। কিন্তু যেসব কর্ড বাজানো প্রয়োজন তা-ও শিখে নিতে চাই। আমার প্রিয় বাদ্যযন্ত্র পিয়ানো। এরপরেই ভালো লাগে গিটার। ”

শ্রদ্ধা যে এবারই প্রথম দৃঢ়বিশ্বাস নিয়ে কোনো চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তা নয়; মোটরসাইকেল চালানো, নাচ ও মারামারি শেখা- সবই করেছেন তিনি।

গিটার শেখা ছাড়াও ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির জন্য ফুটবলা খেলাও রপ্ত করছেন শ্রদ্ধা। মোহিত সুরির পরিচালিত ছবিটি তৈরি হচ্ছে চেতন ভগতের একই নামের উপন্যাস অবলম্বনে। এতে শ্রদ্ধার বিপরীতে থাকছেন অর্জুন কাপুর।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।