ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ওজন কমিয়ে আমির এখন যুবক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ওজন কমিয়ে আমির এখন যুবক

হয় নিখুঁতভাবে করবেন, নয়তো করবেনই না! বলিউড সুপারস্টার আমির খানের নীতি এটাই। চলচ্চিত্রের বেলায় মোটেও আপসে বিশ্বাসী নন তিনি।

এ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। তাই বরাবরই অভাবনীয় সব কাজ করে দেখান ‘পিকে’ তারকা।  তিনি অধ্যবসায়ের আরেক নাম।

আমির এখন ‘দঙ্গল’ ছবির দৃশ্যধারণে ব্যস্ত। এতে কুস্তিগীর মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করছেন তিনি। যেহেতু মহাবীরের জীবনের বিভিন্ন সময়ের গল্প বলা হচ্ছে এতে, ফলে ৫১ বছর বয়সী এই তারকাকেও শরীরের ওজন একবার বাড়ানোর পর আবার তা কমাতে হয়েছে।

বয়স্ক মহাবীর ফোগাট হিসেবে আমিরকে কেমন দেখাবে তা ৯০ কিলো ওজন বাড়িয়ে তিনি কয়েক মাস দেখিয়েছেন। এবার পেশিবহুল তরুণ মহাবীর রূপে তাকে পাওয়া গেলো। তিনি নিজেই নতুন চেহারার একটি সাদাকালো ছবি সোমবার (১৩ জুন) টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, বয়সটা অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তরুণ মহাবীর চরিত্রে অভিনয়ের দুই দিন বাকি। ’ 

৯০ কিলো থেকে ওজন কমাতে ছয় মাস লেগেছে আমিরের। ভোরে ঘুম থেকে ওঠা, ব্যায়াম, নিয়ম মেনে খাওয়া, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতরানো, পাহাড়ে হাঁটার মতো অনেক পরিশ্রমের কাজে মাথার ঘাম পায়ে ফেলেই তরুণ হতে পেরেছেন তিনি। সব মিলিয়ে প্রায় ২৫ কিলোরও বেশি ওজন কমাতে হয়েছে তাকে।  

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। বাবার পথ ধরে কুস্তিকে পেশা হিসেবে নেওয়া দুই কন্যা ববিতা ও গীতার জন্মদাতা মহাবীর ফোগাটের ভূমিকায় আমিরকে দেখতে উদগ্রীব হয়ে আছে তার ভক্তকূল। ছবিটিতে মহাবীরের স্ত্রীর চরিত্রে আছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাক্ষী তানওয়ার।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।