ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ডেইজিকে দূরে রাখতে সালমানকে লুলিয়ার অনুরোধ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ডেইজিকে দূরে রাখতে সালমানকে লুলিয়ার অনুরোধ  (বাঁ থেকে) লুলিয়া ভানটুর, সালমান খান ও ডেইজি শাহ

বলিউড সুপারস্টার সালমান খান ও তার কথিত প্রেমিকা লুলিয়া ভানটুরের মধ্যকার সান্নিধ্য দিন দিন বেড়ে চলছে। রোমানিয়ান সুন্দরীর জন্য টান থাকায় কিছু ত্যাগ স্বীকারও করতে হচ্ছে সল্লুকে।

সবাই জানে, সালমানের অনেক নারী বন্ধু। কিন্তু তাদের কাউকে কাউকে আর কাছাকাছি আসতে দিতে চান না তার হবু অর্ধাঙ্গিনী লুলিয়া। এর মধ্যে অন্যতম ডেইজি শাহ!

খানদানের একটি সূত্র জানিয়েছে, সালমানকে তার ‘জয় হো’ ছবির নায়িকা ডেইজির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন লুলিয়া। তিনি অনেকবার অনুরোধ জানানোর পরও তাকে পাত্তা দিচ্ছেন না ৫১ বছর বয়সী এই অভিনেতা।  

উপায় না দেখে খানদান পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছে নিজের এই আর্জি তুলে ধরেন লুলিয়া। এরপরই ডেইজিকে দূরে রাখার জন্য সালমানকে নির্দেশ দিয়েছেন তারা। সল্লুর ছোট বোন অর্পিতাও আছেন এই দলে।  

এদিকে এই গুঞ্জন শুনে হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না ডেইজি! তিনি হেসেই বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনা হয়নি। সংবাদমাধ্যম আজেবাজে খবর তৈরি করছে। তবে এটা ঠিক- আমি লুলিয়ার বন্ধু নই, আমি সালমানের বন্ধু। সালমান ও তার পরিবার আমার কাছে অনেক কিছু। লুলিয়াকে আমি সম্মান করি, কারণ সে আমার বন্ধুর বন্ধু। ’

সালমান বিয়ে করবেন কবে জানতে চাইলে ডেইজি বলেন, ‘এ বিষয় তিনি ছাড়া অন্য কারও কথা বলা উচিত নয়। আসলে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু কেউ কারও ব্যক্তিজীবন নিয়ে ঘাটাই না। ’

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।