ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দর্শকদের সঙ্গে মমতাজের অভিনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
দর্শকদের সঙ্গে মমতাজের অভিনয়

টেলিভিশন পর্দায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এরপর আরও অনেকবার এই আয়োজনে গাইতে দেখা গেছে তাকে।

এবার এ অনুষ্ঠানে অভিনয় করলেন তিনি।  

‘ইত্যাদি’র নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, ঈদের ‘ইত্যাদি’তে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্বে থাকছে মমতাজের অভিনয়। একসময় প্রিয়জনের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম চিঠিকে কেন্দ্র করে সাজানো চারটি ব্যতিক্রম চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছে নির্বাচিত চারজন দর্শক।  

প্রতিটি দর্শকের হাতে একটি করে বর্ণাঢ্য উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে চারজন দর্শক। মাত্র ১৫ সেকেন্ডের চিত্রায়নের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে হাজার হাজার দর্শকের জন্য এই বিশেষ উপকরণ তৈরি করা হয়েছে।  

‘ইত্যাদি’র এ পর্বের চিত্রায়ন হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

গানের বাইরে মমতাজ একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর নামও ‘মমতাজ’। উত্তম আকাশ পরিচালিত  ছবিটিতে তার সহশিল্পী ছিলেন প্রয়াত হুমায়ুন ফরীদি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।