ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রীতির প্রতিশোধের গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
প্রীতির প্রতিশোধের গল্প

একটার পর একটা খুন। মফস্বলের জনসাধারনসহ উদ্বিগ্ন স্থানীয় প্রশাসনও।

তৃতীয় খুনের সময় গোয়েন্দা পুলিশ ইরফান সন্দেহভাজন হিসেবে এক মেয়েকে আটক করে। তবে মেয়েটি প্রতিবন্ধী। এ কারণে তাকে ছেড়েও দেওয়া হয়। এরই মধ্যে ঘটে চার নম্বর খুনের ঘটনা। এমন কাহিনি নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বাটারফ্লাই’। খুনীর চরিত্রে দেখা যাবে সানজিদা প্রীতিকে। আর গোয়েন্দা পুলিশের ভূমিকায় আছেন সাঈদ বাবু।

অনুসন্ধানে নিহত চার ব্যক্তির যোগসূত্র পাওয়া যায়। পনের বছর আগে একই বাড়িতে কাজ করতো তারা। ওদের সঙ্গে ছিলো আরও একজন। সেই ব্যক্তিই হলেন চারজনের খুনি। পনের বছর আগে তাদের লোলুপ দৃষ্টির শিকার হয়েছিলো একজন তরুনী। প্রতিশোধের নেশায় প্রতিবন্ধী সেজে পুলিশের নজর এড়িয়ে খুনগুলো করে সে। ইশতিয়াক আহমেদের রচনায় ‘বাটারফ্লাই’ নামের নাটকটি পরিচালনা করেছেন ইমেল হক।

‘বাটারফ্লাই’ নাটকে সানজিদা প্রীতি ও সাঈদ বাবুর পাশাপাশি আরও আছেন শোয়েব মনির, সেলিম শেখ, রহমান ফিরোজ প্রমুখ। ঈদে ‘বাটারফ্লাই’ প্রচার হবে দেশ টিভিতে। এটি প্রযোজনা করেছেন আলী প্রীতম।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএম/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।