ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দুই ভাই দুই বোন, সঙ্গে টুটুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
দুই ভাই দুই বোন, সঙ্গে টুটুল (বাঁ থেকে) সামিনা চৌধুরী, শাফিন আহমেদ, এস আই টুটুল, হামিন আহমেদ ও ফাহমিদা নবী

সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী সম্পর্কে আপন দুই বোন। অন্যদিকে দু্ই ভাই হামিন আহমেদ ও শাফিন আহমেদও একই অঙ্গনের ঊজ্জ্বল তারকা।

এই চারজন শিল্পী হাজির হয়েছেন বিশেষ একটি টিভি অনুষ্ঠানে। নাম ‘একই বৃন্তে’। এর উপস্থাপক আরেক সংগীতশিল্পী এস আই টুটুল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলানিজের সঙ্গে আলাপে অনুষ্ঠানটির ব্যাপারে তথ্য দিলেন জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। তিনি বলেন, ‘এটি খুবই মজাদার একটি আড্ডা অনুষ্ঠান। মজার মজার সব গল্প বলেছি আমরা। উৎসবের অনুষ্ঠান বলে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করেছি। আর অতিথিদের সবাই সংগীতশিল্পী হওয়ার কারণে গানও ছিলো। ’

আসছে ঈদুল ফিতর উপলক্ষে একুশে টিভিতে দেখা যাবে ‘একই বৃন্তে’। ঈদের তৃতীয় দিন এটি প্রচার হওয়ার কথা।

ফাহমিদা নবী নতুন একক ‘সাদাকালো’ সিডি আকারে বাজারে ছাড়ছেন ঈদ উপলক্ষে। ১৮ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক খোলা হবে। অন্যদিকে এই ঈদে কয়েকটি মিশ্র অ্যালবামেও থাকছে ফাহমিদার গাওয়া গান। অংশ নিয়েছেন কয়েকটি টিভি অনুষ্ঠানেও।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।