ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

থাইল্যান্ডে ১১ অভিনয়শিল্পীর ‘সম্পর্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
থাইল্যান্ডে ১১ অভিনয়শিল্পীর ‘সম্পর্ক’

বাংলাদেশ থেকে অভিনয়শিল্পী একাদশ একসঙ্গে গিয়েছিলো থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়াতে।  তারা হলেন আবুল হায়াত, মাহফুজ আহমেদ, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, আরফান আহমেদ, নাদিয়া খান, নীলাঞ্জনা নীলা, এফএস নাঈম।

 

দেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা সেখানে অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘সম্পর্ক’তে। তাদের সঙ্গে ছিলেন জার্মান অভিনেতা অ্যানাটুল ফেড্রিক। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান।  

গল্পে দেখা যাবে, ফটোগ্রাফির ওপর কোর্স করতে ব্যাংককে যাওয়া আবীর, রাহাত, নুসরাত, অহনা ও মুমু সমুদ্রসৈকতে একটি খুনের ঘটনার সাক্ষী হয়। এরপর খুন হওয়া ব্যক্তির পরিবার ও খুনিরা তাদের হন্যে হয়ে খুঁজতে থাকে।  

নাটকটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। এর নির্বাহী প্রযোজক সাজু মুনতাসীর। তিনি জানান, লাক্স প্রেজেন্টস ‘সম্পর্ক’ বুধবার (১৫ জুন) থেকে সপ্তাহে চারদিন (রোববার থেকে বুধবার) রাত ৭টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।