ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সৌরভ গাঙ্গুলীর বইয়ের মোড়ক খুললেন জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
সৌরভ গাঙ্গুলীর বইয়ের মোড়ক খুললেন জয়া সৌরভ গাঙ্গুলী ও জয়া আহসান

ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’তে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। প্রতিযোগী নয়, অতিথি হিসেবে দেখা যাবে তাকে।

 

জয়া মঙ্গলবার দুপুরে বাংলানিউজকে বললেন, 'অনুষ্ঠানটির সঞ্চালক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে লেখা ছোট আকারের একটি বইয়ের মোড়ক খুলেছি আমি। বইয়ের প্রচ্ছদ দেখিয়ে আমরা ছবিও তুলেছি।  খুব ভালো লেগেছে। সৌরভ গাঙ্গুলী মানুষটা অসাধারণ।  আমার পাশাপাশি আরও দুই অতিথি ছিলেন। ' 

এবারের পর্বের শেষ প্রান্তে জয়া ও অন্য দুই অতিথিকে মঞ্চে ডাকবেন সৌরভ। জয়া জানালেন, 'খুব অল্প সময়ের জন্য আমাকে এখানে দেখা যাবে। বইটার মোড়ক খুলতেই মূলত আমরা হাজির হয়েছিলাম এ অনুষ্ঠানে। '

চলতি মাসের শুরুর দিকে ‘দাদাগিরি’তে অংশ নেন জয়া।  তিনি থাকায় অনুষ্ঠানটির দিকে বাংলাদেশি দর্শকদের আলাদা আগ্রহ থাকবে। এ পর্বটি প্রচার হবে মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।