ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাস্তব থেকে পর্দায় চাচা-ভাতিজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বাস্তব থেকে পর্দায় চাচা-ভাতিজা অনিল কাপুরের সঙ্গে অর্জুন কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুরের বড় ভাই বনি কাপুরের পুত্র অর্জুন কাপুর। সম্পর্ক তারা চাচা-ভাতিজা।

প্রথমবার তারা পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন, আনিস বাজমি পরিচালিত ‘মুবারক’ ছবিতে চাচা-ভাতিজার চরিত্রেই দেখা যাবে তাদেরকে।  

প্রযোজক 'দ্য শৌখিনস'খ্যাত প্রযোজক মুরাদ খেতানি ও পরিচালক মনে করছেন, চাচা-ভাতিজার রসায়ন দর্শকদের কাছে উপভোগ্য হবে। ব্যক্তিজীবনে তাদের পারস্পরিক আস্থা লক্ষণীয়।  

এখন চিত্রনাট্য ঘষামাজার পাশাপাশি ছবিটির অন্য অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। এটি হবে পারিবারিক বিনোদনমূলক ছবি। এতে কমেডি, নাটকীয়তা, প্রেম- সবই থাকছে।  

আনিস বাজমির পরিচালনায় অনিল কাপুর এর আগে 'নো এন্ট্রি', 'ওয়েলকাম' ও 'ওয়েলকাম ব্যাক' ছবিতে অভিনয় করেছেন। এর প্রতিটিই ব্যবসাসফল হয়েছে।

অর্জুন এখন ‘হাফ গার্লফ্রেন্ড’-এর দৃশ্যধারণে ব্যস্ত। আর অনিল কাপুর ব্যস্ত তার অভিনীত টিভি সিরিজ ‘২৪’-এর দ্বিতীয় মৌসুমের প্রচারণা নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।