ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পার্টির আগে কাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
পার্টির আগে কাজ ক্লো গ্রেস মোরেৎজ

রাতে নাইটক্লাবে কিংবা বাড়িতে পার্টির বুনো উচ্ছ্বাসে মেতে উঠে ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলতে চান না হলিউড অভিনেত্রী ক্লো গ্রেস মোরেৎজ। ১৯ বছর বয়সী এই তারকা খ্যাতি পেয়েছেন ‘কিক-অ্যাস’ ছবির মাধ্যমে।

তখন তার বয়স মাত্র ১২ বছর।  

পরিবার কিংবা ক্লো নিজেও তার বিপথগামী হওয়াটা মেনে নিতে পারবেন না। কারণ বুনো আচরণের কারণে অনেক পরিশ্রমে গড়ে তোলা ভাবমূর্তি ক্ষুণ্ন হোক তা কেইবা চায়। খবর ফিমেল ফার্স্টের।  

ভক্তদের মধ্যে যতোই উন্মাদনা দেখেন না কেনো, ক্লোর পা কিন্তু মাটিতেই থাকে। তার কথায়, 'পরিবারই আমার কাছে সবসময় সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি কখনও ভুল পথে পা বাড়াই তাহলে তারা তা মেনে নিতে পারবেন না। আমারও তা ভালো লাগবে না। '

ক্লো আরও বলেন, 'আমি কঠোর পরিশ্রম করি। এখন ক্যারিয়ারের দারুণ সময় পার করছি। বেশকিছু বৈচিত্রময় ভালো চরিত্র পেয়েছি। অসাধারণ সুযোগগুলোও আসছে আমার দুয়ারে। এমন সুসময়কে কেনো পার্টিতে ডুবে মদ্যপ হয়ে দূরে ঠেলে দেবো? এটা বোকামি ছাড়া আর কিইবা হবে। জীবন এখন যেভাবে চলছে আমি এতে খুব খুশি। '

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।