ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রাজপুত্রকে অন্য গায়ক ভেবে ভুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
রাজপুত্রকে অন্য গায়ক ভেবে ভুল! (বাঁ থেকে) প্রিন্স হ্যারি, মার্গট রবি ও এড শিরান

হলিউড অভিনেত্রী মার্গট রবি জানালেন, এক পার্টিতে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারিকে তিনি চিনতে পারেননি! উল্টো তাকে স্বদেশি গায়ক এড শিরান ভেবে ভুল করেছিলেন ২৫ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকা!

অবশেষে অভিনেত্রী সিয়েনা মিলার, গায়িকা কারা ডেলেভিন ও অভিনেত্রী সুকি ওয়াটারহাউসের মাধ্যমে মার্গটের বিভ্রান্তি দূর হয়েছে। তিনজনই তার বন্ধু।

তারা বলার আগে প্রিন্স হ্যারিই যে রাজপুত্র, আর তার সামনেই যে দাঁড়িয়ে আছেন, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। খবর ফিমেল ফার্স্টের।

মার্গট রবি বলেছেন, ‘এখন থেকে সবাই মনে করতে পারে, লন্ডনে রাতে আমার সঙ্গী হলে প্রিন্স হ্যারিকে চিনবে না কেউ! আমি আসলেই জানতাম না তিনি কে। সেদিন পান করেই যাচ্ছিলাম। মনে হচ্ছিলো এড শিরানের সঙ্গে সময় কাটছে! ভাবছিলাম এড ছেলেটা আসলেই ভালো। তার সঙ্গে ছবিও তুলছিলাম। ’

তিন বছর আগে মার্টিন স্করসিসের ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবিতে লিওনার্ডো ডিক্যাপ্রিওর সঙ্গে অভিনয় করে খ্যাতি পান মার্গট রবি। এ বছর ‘দ্য লিজেন্ড অব টারজান’ ও ‘সুইসাইড স্কোয়াড’-এর মতো বহুল প্রতীক্ষিত ছবিতে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।