ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকার ঈদ অ্যালবামে পাপনের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ঢাকার ঈদ অ্যালবামে পাপনের গান পাপন- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী পাপন একাধিকবার ঢাকায় এসে গান শুনিয়ে গেছেন। তার এসব পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতা।

এবার মঞ্চ নয়, তার গান শোনা যাবে অ্যালবামে। প্রথমবারের মতো বাংলাদেশি কারও সুরে গাইলেন তিনি।   

অদিতের সুরে সম্প্রতি একটি গানে কণ্ঠ দিয়েছেন পাপন। গানটির রেকর্ডিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন অদিত। গান গাওয়ার পর ভিডিওবার্তায় অনুভূতি ভাগাভাগি করেছেন পাপন। তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশে যেতে ভালোবাসি। বাংলাদেশের গান পছন্দ করি। আমি মনে করি, এটা কেবল সূচনা। অদিতকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। অনেক সুন্দর একটি গান গেয়েছি। ’

বাংলানিউজের সঙ্গে আলাপে অদিত জানান, তার সুর ও সংগীতে ঈদে প্রকাশ পাবে একটি মিশ্র অ্যালবাম। পাপনের গাওয়া ‘মন দরিয়া’ গানটি থাকবে সেখানে। আসিফ ইকবালের কথায় এর সংগীতও অদিতের। পাপনের সহশিল্পী হিসেবে থাকছেন দোলা।  

অদিত বলেন, ‘পাপন যথারীতি সুন্দর গেয়েছেন। আর দোলার গায়কীর দারুণ প্রশংসা করেছেন তিনি। ভালোলাগার জায়গা থেকেই তিনি ঢাকায় এসে দোলার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন। ’ 

এ দুই শিল্পীর পাশাপাশি অ্যালবামটিতে শুভমিতা এবং তাহসানের গাওয়া গানও থাকছে। এটি বাজারে আনবে ঈগল মিউজিক। প্রতিষ্ঠানটির কর্ণধার কচি আহমেদ জানান, এই অ্যালবামের গানগুলো পাওয়া যাবে জিপি মিউজিকে। এরপর তা আসবে সিডি আকারে।

* ঢাকার অ্যালবামে গান গাওয়া প্রসঙ্গে পাপনের ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন : 

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।