ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অসাধারণ কৃতিত্বের পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
অসাধারণ কৃতিত্বের পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী শ্রীদেবী

ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) ১৭তম আসরে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হবে বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। ৫২ বছর বয়সী এই তারকা তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কান্নাড়া ছবিতে অভিনয় করেছেন।

১৯৭৫ সালে ‘জুলি’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন শ্রীদেবী। চার দশকেরও বেশি সময়ে ‘সাদমা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘লামহে’, ‘হিম্মতওয়ালা’ ‘আগ অউর শোলা’, ‘চাঁদনি’, ‘চালবাজ’, ‘খুদা গাওয়া’ ও ‘ইংলিশ ভিংলিশ’-এর মতো ছবিতে মনে রাখার মতো অভিনয় করেছেন এই বলিউড ডিভা।

আগামী ২৩ থেকে ২৬ জুন চারদিন ধরে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে আইফার ১৭তম আসর। সেখানেই শ্রীদেবীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। অনুষ্ঠানে থাকবেন বলিউডের প্রায় দেড়শ তারকা ও ২০ হাজার অতিথি। এর আগে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য চিত্রগ্রাহক ভি.কে. মূর্তি, অভিনেত্রী রেখা, নির্মাতা যশ জোহর এই পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জ‍ুন ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।