ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ভুলে ভরা চিঠি হয়ে গেলো কবিতার বই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ভুলে ভরা চিঠি হয়ে গেলো কবিতার বই! ‘ডাকবাক্স’ নাটকের দৃশ্যে সজল ও জাকিয়া বারী মম

ধ্রুব একটি নামকরা প্রকাশনী সংস্থায় প্রুফ রিডার হিসেবে চাকরি করে। দোলন নামের একটি মেয়ের প্রতি তার ভালোলাগা রয়েছে।

তাদের বিশ্ববিদ্যালয় সূত্রে। তবে দু’জনে কখনও মনের কথা মুখে প্রকাশ করেনি। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ডাকবাক্স। চিঠির মাধ্যমেই তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে।

এদিকে দোলন বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করে। এ খবর একদিন চিঠির মাধ্যমে জানায় সে। কিন্তু চিঠিতে ভুল বানান দেখে কষ্ট পায় ধ্রুব। এভাবেই দিনের পর দিন জমতে থাকে দোলনের ভুল বানান ও ধ্রুবর শোধরানো চিঠির পাহাড়। একদিন ধ্রুবর বাসায় এসে দোলন দেখে তার ভুল বানানে লেখা চিঠিগুলোর বান্ডিল।

চিঠিগুলো নিয়ে আসে দোলন। সে তার ভুলে ভরা চিঠির মধ্যে আবিষ্কার করে অনবদ্য এক কবিতার ধারা। দোলন চিঠিগুলোকে বই আকারে বের করে। বিদেশ বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার উদ্দেশে ধ্রুবর বাসার ডাকবাক্সে বই আর চিঠি রেখে বিমানবন্দরের দিকে যেতে থাকে দোলন।

এটি ‘ডাকবাক্স’ নাটকের গল্প। এতে ধ্রুব চরিত্রে সজল আর দোলনের ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। গত ১২ ও ১৩ জুন উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে। ‘ডাকবাক্স’ প্রসঙ্গে মম বলেন, ‘এটি একটি পরিণত প্রেমের গল্প। ’ সজল বলেন, ‘নাটকটি ঘিরে রয়েছে প্রেম ও সাহিত্যের রস। ’

নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক রাকেশ বসু বাংলানিউজকে বলেন, ‘এটি প্রেমের নাটক। কবিতা ও চিঠির আলোকেই এর চিত্রায়ন হয়েছে। ৪০ মিনিটের এই নাটকটির জন্য আমরা ৩৪টি দৃশ্য ধারণ করেছি। ’

মজুমদার বিপ্লবের লেখা নাটকটি আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। ‘ডাকবাক্স’ প্রযোজনা করেছে আলফা আই।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।