ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে সত্যি ঘটনা ও নতুন যুদ্ধকৌশল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে সত্যি ঘটনা ও নতুন যুদ্ধকৌশল

সত্যি ঘটনা অবলম্বনে বানানো ‘দ্য কনজ্যুরিং টু’ ও নতুন যুদ্ধ কৌশল নিয়ে নির্মিত ‘ওয়ারক্রাফট’ মুক্তি পেতে যাচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। আগামী ১৭ জুন থেকে হলিউডের এ দুটি ব্লকবাস্টার ছবি দেখা যাবে এখানে।

গত ১০ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এগুলো। দর্শকমহলে বিপুলভাবে সমাদৃত হচ্ছে ছবি দুটি।  

‘দ্য কনজ্যুরিং টু’ হলো ‘দ্য কনজ্যুরিং’-এর দ্বিতীয় কিস্তি। ২০১৩ সালে মুক্তি পাওয়া ভৌতিক ছবি ‘দ্য কনজ্যুরিং’ দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছিলো। তারপর থেকেই শুরু হয় পরবর্তী ছবির অপেক্ষা। আগের ছবির মতো এবারেরটিও পরিচালনা করেছেন জেমস ওয়ান। অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন, ভেরা ফারমিগা, ফ্রান্সিস ও’কনোর, সাইমন ম্যাকবার্নিসহ অনেকে।  

সত্তর দশকের বিখ্যাত মার্কিনি পরাবাস্তব বিশেষজ্ঞ-গবেষক এড ওয়ারেন এবং তার স্ত্রী লোরেন ওয়ারেন তাদের দীর্ঘ কর্মজীবনের হাজারেরও বেশি অভিজ্ঞতার একটিকে নিয়ে সাজানো ‘দ্য কনজ্যুরিং’ মন জয় করে নেয় বিশ্বের তাবৎ চলচ্চিত্র সমালোচকের। ওয়ারেন দম্পতির অন্য একটি ভয়ানক অভিজ্ঞতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজের দ্বিতীয় ছবিটি। প্রথম পর্বে নিজেদের অতীতের এক ভৌতিক অভিজ্ঞতার সঙ্গে লড়াই করছিলেন ওয়ারেন দম্পতি। এবারও সেই লড়াই চলবে। ৪ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

অন্যদিকে নতুন যুদ্ধ কৌশলে শত্রুকে পরাহত করে পৃথিবীকে রক্ষার দুর্ধর্ষ কাহিনীর ছবি ‘ওয়ারক্রাফট’ তৈরি হয়েছে একই নামে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে। পরিচালনা করেছেন ডানকান জোনস। ছবির গল্প আবর্তিত হয়েছে ওর্কের সঙ্গে মানবের লড়াইকে কেন্দ্র করে।  

এ ছবির মাধ্যমে হলিউডের অনেকেই যুক্ত হলেন নতুন সুপারহিরো ছবির তালিকায়। যার মধ্যে রয়েছেন ট্রাভিস ফিমেল, পলা প্যাটন, বেন ফস্টার, ডমিনিক কুপার, টবি কেবেল প্রমুখ। এর মধ্যে ট্রাভিস ফিমেল অভিনয় করছেন স্যার অ্যানডুইন লুথার চরিত্রে। তিনি দুই প্রতিপক্ষ দেশের মধ্যে মৈত্রী সংগঠনের ভূমিকা পালন করেন। দুর্বার সাহসী এ নায়ক তার রাজ্য রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেন। পলা প্যাটনকে দেখা যাবে দ্বৈত নারীর চরিত্রে। তার বিশ্বাস, তিনি অর্ধেক মানুষ, অর্ধেক ওর্ক।  

এ ছবির প্রতিটি চরিত্রই রহস্যময়। বেন ফস্টার জাদুবিদ্যায় পারদর্শী। গোপন এ ক্ষমতা ব্যবহার করে তিনি অনেককে রক্ষা করেন। ডমিনিক কুপার অভিনয় করেছেন অন্ধকারের আশ্রয়দাতা হিসেবে। রাজ্য যখন গভীর বিপদে বা অন্ধকারে পথ হারিয়ে ফেলে, তখন হঠাৎ আলো হাতে হাজির হন তিনি। তবে এ সিরিজের অন্যতম চরিত্র ডুরোটনের ভূমিকায় অভিনয় করেছেন টবি কেবেল। তিনি যাযাবর হর্ড জাতির মূল নেতা। শ্যাডো কাউন্সিল এবং তাদের পৃথিবী ধ্বংসের কবল থেকে নির্বাসিত এবং বাকি ওর্কদের রক্ষা করার ব্রত নিয়ে কাজ করছেন তিনি। ১৬ কোটি ডলারের ছবি ‘ওয়ারক্রাফট’ এ পর্যন্ত ঘরে তুলেছে ৩০ কোটি ৪ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।