ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আমেরিকায় বঙ্গ সম্মেলনে জয়া আহসান

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আমেরিকায় বঙ্গ সম্মেলনে জয়া আহসান জয়া আহসান-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমেরিকা যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এ যাত্রায় মর্যাদাসম্পন্ন বঙ্গ সম্মেলনে অংশ নেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী ২ ও ৩ জুলাই অনুষ্ঠিত হবে এটি।  

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বঙ্গ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন জয়া। চলতি মাসের শেষ সপ্তাহে কলকাতা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন তিনি। টালিগঞ্জের কয়েকজন প্রখ্যাত ব্যক্তিত্বও আমন্ত্রণ পেয়েছেন। এবারের বঙ্গ সম্মেলনে দেখানো হবে জয়া অভিনীত ওপারের ছবি ‘রাজকাহিনী’।  

জয়া বলেছেন, ‘বাংলা ভাষা আর সংস্কৃতিকে ভালোবেসে হাজার হাজার বাঙালির মধ্যে যোগসূত্র গড়ে উঠেছে বঙ্গ সম্মেলনের মাধ্যমে। বাঙালিদের এই আন্তর্জাতিক মিলন উৎসব প্রতিবারই রূপ নেয় আনন্দমেলায়। একাধিক বাঙালি সংগঠন যৌথভাবে বঙ্গলসম্মেলন করছে। এই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়া আনন্দের ব্যাপার। তাই খুব ভালো লাগছে। ’

এদিকে মঙ্গলবার (১৪ জুন) ভারতীয় চ্যানেল জি বাংলায় প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’তে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জয়া। এখানে অনুষ্ঠানটির সঞ্চালক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে লেখা ‘দাদা’ নামের একটি গ্রন্থের মোড়ক খোলেন তিনি। বিদায়কালে জয়াকে শাড়ি উপহার দেন সৌরভ।  

ওপার বাংলায় জয়ার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি সেখানে ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’-এ অভিনয় করেছেন তিনি। এবারের ঈদে এটি মুক্তি পাবে অনলাইনে।  

জয়া এখন সিরাজগঞ্জের মোক্তারপাড়ায় ‘পেয়ারার সুবাস’ ছবির কাজ করছেন। পরিচালনায় নূরুল আলম আতিক। একই পরিচালকের ‘লাল মোরগের ঝুঁটি’তেও অভিনয় করবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।