ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অন্ধ বাবা ও মেয়ের গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
অন্ধ বাবা ও মেয়ের গল্প নাটকের দৃশ্যে শবনম ফারিয়া ও আবুল হায়াত

বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক সবসময়ই মধুর। মেয়ে অফিসে যাচ্ছে, বাবা ফোনটা এগিয়ে দিয়ে বলেন, ‘মা তাড়াতাড়ি বাড়ি ফিরবি।

তোর জন্য খাবার নিয়ে বসে থাকবো। ’ মেয়েটির বাবা অন্ধ। নিজের ঘাড়ে তুলে নিয়েছে সংসারের দায়িত্ব। বাবা-মেয়ে দুজনেই দুজনের ভরসা। এর মধ্যে মেয়েটির জীবনে অাসে অন্য একজন পুরুষ। বারবার প্রেমের প্রস্তাব পেলেও মেয়েটি এ ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। এর মধ্যে ঘটতে শুরু করে আরও কিছু ঘটনা।

বাবা ও মেয়ের এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘সাদা কালো’।
নাটকে বাবার ভূমিকায় অভিনয় করেছেন আবুল হায়াত। মেয়ের ভূমিকায় আছেন শবনম ফারিয়া।

‘সাদা কালো’ নাটক সম্পর্কে শবনম ফারিয়া বাংলানিউজকে বলেন, ‘হায়াত আঙ্কেলের সঙ্গে আরও কাজ করেছি। সবখানেই তাকে বাবার ভূমিকায় পেয়েছি। এ কাজটি করতে গিয়ে মনে হয়েছে, নিজের বাবাকেই যেন যত্ন-আত্তি করছি, তার খেয়াল রাখছি!’

নাটকটি লিখেছেন এজাজ মুন্না, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আবুল হায়াত ও শবনম ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, রাসেল ও মেঘনা। এর প্রচার চ্যানেল এখনও চূড়ান্ত হয় নি। বাবা দিবসে এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।