ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ভাঙন’ নিয়ে মুখ খুললেন অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
‘ভাঙন’ নিয়ে মুখ খুললেন অভিষেক অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। এর শুরুটা হয়েছিলো ঐশ্বরিয়ার অভিনীত ছবি ‘সর্বজিৎ’-এর বিশেষ প্রদর্শনীর সময়।

যেখানে উপস্থিত ছিলেন গোটা বচ্চন পরিবার। সে সময় আলোকচিত্রীরা তাদের একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিতে বলেছিলেন। কিন্তু এতে অভিষেক পাত্তা না দিয়ে চলে যেতে থাকেন। এমনকি স্ত্রীর ডাকেও সারা দেননি তিনি। এরপর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক সাক্ষা‍ৎকারে ‘বিচ্ছেদ’ বা ‘ভাঙন’ নিয়ে জুনিয়র বচ্চন বলেন, ‘আমি সত্যটা জানি এবং আমি এটাও জানি, মিডিয়াকে কত দূর পর্যন্ত সিরিয়াসলি নিতে হয়। কেউ আমার ও ঐশ্বরিয়ার দুনিয়ায় হুকুম চালাক সেটা আমি চাই না। আমরা কীভাবে জীবন যাপন করবো, সেটা বাইরের কেউ সেটা ঠিক করবে না। ও জানে আমি ওকে কতোটা ভালোবাসি এবং আমি জানি ও আমাকে কতোটা ভালোবাসে। ’

৪০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আমাদের অজান্তেই যদি আপনারা নিজেদের মতো করে সবকিছু বুঝে নিয়ে সেভাবে প্রচার করেন, তবে তা–ই করুন। আমি তো সবসময় মিডিয়াকে খুশি রাখতে পারবো না। মিডিয়া কী বললো না বললো, সেটা আমার জীবন ও বিয়ের সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না। ’

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।