ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঘোড়া চালানো শিখছেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ঘোড়া চালানো শিখছেন বিদ্যা বালান বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘বেগম জান’ নিয়ে। জাতীয় পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’ ছবিটির হিন্দি সংস্করণ এটি।

এতে বিদ্যাকে পতিতালয়ের ম্যাডামের চরিত্রে দেখা যাবে। এ জন্য ঘোড়া চালোনা শিখছেন সেই সঙ্গে কণ্ঠস্বরের কিছু প্রশিক্ষন নিচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।  

ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য গলার স্বর পরিবর্তন করতে প্রশিক্ষন নিচ্ছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ, বেগম জান একজন বদমেজাজি নারী যে হুক্কা টানে এবং উচ্চস্বরে সকলের সঙ্গে কথা বলে। এছাড়াও ছবিতে বিদ্যাকে একজন অশ্বরোহীর রুপেও দেখা যাবে। এ জন্য তিনি ঘোড়া চালানো শিখছেন।

এ ব্যাপারে সৃজিত বলেন, ‘বিদ্যা এখন আগের তুলনায় অনেক বেশি উচ্চস্বরে কথা বলতে পারছেন। তবে তার কন্ঠে আরও দৃঢ়তা আনতে হবে। তার প্রশিক্ষন চলছে কিছুদিনের মধ্যেই চরিত্রটিকে সফলভাবে উপস্হাপন করতে পারবেন তিনি। ’

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।