ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবাকে নিয়ে গানচিলে যতো গান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
বাবাকে নিয়ে গানচিলে যতো গান  মাহাদী ও অটামনাল মুন

বিশ্ব বাবা দিবস (১৯ জুন) উপলক্ষে কয়েকটি গান প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। অডিও গানের পাশপাশি থাকছে মিউজিক ভিডিও।

 

প্রকাশ পেয়েছে ‘পিতা’ শিরোনামের মিশ্র অ্যালবাম। সাজেদ ফাতেমীর আয়োজনে এতে গান গেয়েছেন সুমনা বর্ধন, কনা, রাজীব, প্রতীক হাসান, ওয়াহিদ রাসেল, আবিদ ও গুপু ত্রিবেদী ।  

বাবা দিবস ঘিরে আসছে শিল্পী লুৎফর হাসানের গান ‘বাবা’। ইশতিয়াক আহমেদের কথা ও শানের সুরে গেয়েছেন তিনি।  

অন্যদিকে বাবাকে নিয়ে গানের মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ‘ছেলেমানুষী বায়না’।  আসিফ ইকবালের কথায় গানটি গেয়েছেন মাহাদী। সুর করেছেন অটামনাল মুন। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও ফারহান আহমেদ জোভান। পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল।  

বাবাকে নিয়ে গানচিলের সব গান শোনা যাচ্ছে জিপি মিউজিক, গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে।

* মাহাদীর ‘ছেলে মানুষী বায়না’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
টিএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।