ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে শাকিব ও সাকিব

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
একসঙ্গে শাকিব ও সাকিব (বাঁ থেকে) সাকিব আল হাসান, ফারহানা নিশো ও শাকিব খান

শাকিব খান ও সাকিব আল হাসান দু’জনই নিজ নিজ অঙ্গনে জ্বলজ্বলে তারকা। দু’জনই মেষ রাশির জাতক।

দুজনের নামের উচ্চারণ একই। তবে একজন নামের শুরুতে তালব্য-শ আর অন্যজন দন্ত্য-স লেখেন।
 
রূপালি পর্দা আর ক্রিকেটের এ দুই তারকা অংশ নিলেন একই টিভি অনুষ্ঠানে।   এটি তৈরি হয়েছে একুশে টিভির ঈদ অনুষ্ঠানমালার জন্য। উপস্থাপনা করছেন ফারহানা নিশো। প্রযোজনায় মাসুদুজ্জামান সোহাগ।
 
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ঢাকার একটি স্টুডিওতে এর চিত্রায়নে অংশ নেন শাকিব খান ও সাকিব আল হাসান। এখানে তারা নিজেদের কাজ, ব্যক্তিজীবন, ভক্তসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।