ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
সালমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা! সালমান খান ও পূজা মিশ্রা

নেতিবাচক কারণে আবারও খবরের শিরোনামে এসেছে বলিউড অভিনেতা সালমান খানের নাম। প্রাক্তন বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রা সালমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

তালিকায় আছেন আরেক অভিনেতা সত্রুঘ্ন সিনহার নামও।  

দুই সময়ে দুই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে দায়ের করা মামলার কপি নিজের ফেসবুকে পেজেও শেয়ার করেছেন পূজা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সালমান ও তার পরিবার, সত্রুঘ্ন সিনহা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি যখন আমার টেলি‍ভিশন শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’র দৃশ্যধারণ করতে দিল্লি গিয়েছিলাম, ওই সময় তারা আমাকে ধর্ষণ করেছিলেন।

তবে শোনা যাচ্ছে, নিজের টেলিভিশন শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’-এর প্রচারের জন্য পূজা এই গুঞ্জনটি ছড়িয়েছেন। কারণ, তিনি ফেসবুকে মামলার যে কপিটি শেয়ার করেছেন সেটা স্পষ্ট নয়। এ কারণে খবরটিকে কেউ পাত্তা দিচ্ছেন না।

এবারই প্রথম নয়, এর আগে জয়পুরে এক ব্যক্তিকে ওপর শ্লীলতাহানির অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পূজা। এ ছাড়া গত বছর একটি পাঁচ তারকা হোটেলের এক ছেলের বিরুদ্ধে একই অভিযোগে মামলা করেছিলেন উঠতি এই মডেল।    

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।