ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্বকবির হাসির গান নিয়ে অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
 বিশ্বকবির হাসির গান নিয়ে অ্যালবাম ‘ও ভাই কানাই!’ অ্যালবামের প্রচ্ছদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের নাটক ও নাটকের গান সম্পর্কে অনেকেই জানেন। কবিগুরু হাস্যরসাত্মক নাটক রচনার পাশাপাশি এসবের জন্যও তিনি লিখেছিলেন কিছু মজার গান।

তেমন কিছু হাসির গান গেয়েছেন চঞ্চল খান।  ঈদে প্রকাশিতব্য অ্যালবাম ‘ও ভাই কানাই!’-এ পাওয়া যাবে গানগুলো। এটি হবে চঞ্চল খানের তৃতীয় একক।

শিল্পী জানান, ‘ও ভাই কানাই!’ অ্যালবামে গান থাকছে মোট ১৩ টি গান। সব গানই কবিগুরুর বিভিন্ন হাসির নাটক থেকে নেওয়া হয়েছে। নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চিরকুমার সভা’, ‘তাসের দেশ’, ‘বিনে পয়সার ভোজ’ প্রভৃতি। ঈদ উপলক্ষে জি সিরিজের ব্যানারে প্রকাশ হবে ‘ও ভাই কানাই’।

অ্যালবাম প্রসঙ্গে চঞ্চল খান বলেন, “রবি ঠাকুরের হাসির গান নিয়ে এখনও কোনো কাজ হয়নি। অনেকের ধারনা রবীন্দ্র সংগীত মানেই প্রেম-বিরহের গান। কিন্তু তার ভান্ডারে যে অনেক হাসির গানও আছে, সেটাই তুলে ধরা হবে অ্যালবামটির মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে এ ধরনের গান নিয়ে দ্বিতীয় কিস্তি বের করবো। ”

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘন্টা, জুন ১৬, ২০১৬

টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।