ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সাইফের টেনিস খেলার সঙ্গী কন্যা ও পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
সাইফের টেনিস খেলার সঙ্গী কন্যা ও পুত্র সারা আলি খান, সাইফ আলি খান ও ইবরাহিম খান

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক বলিউড অভিনেতা সাইফ আলি খান। তাই অন্য সকল বাবাদের মতো তিনিও সন্তানদের নিয়ে একান্তে সময় কাটাতে পছন্দ করেন।

তাইতো যখন সুযোগ পান ছেলে মেয়েকে নিয়ে চলে যান দেশের বাহিরে, রেস্টুরেন্টে অথবা খেল‍ার মাঠে।

সম্প্রতি মুম্বাইয়ের জিমখানা টেনিসের মাঠে পুত্র ইবরাহিম খান ও কন্যা সারা আলি খানের সঙ্গে দেখা গেলো ‘রেস’খ্যাত এই তারকাকে। তিনজন মিলে ভালো করেই খেলছিলেন টেনিস। এ সময় ৪৫ বছর বয়সী এই অভিনেতার পরণে ছিলো ‍টি-শাট ও শর্টস।

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’-এর কাজ নিয়ে ব্যস্ত সাইফ আলি খান। এতে তার সহশিল্পী শহিদ কাপুর ও কঙ্গনা রানৌত।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্ট‍া, জুন ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।