ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ওজন কমিয়ে নতুন ভিডিওতে ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ওজন কমিয়ে নতুন ভিডিওতে ইমরান ইমরান ও বৃষ্টি ইসলাম

বদলে গেছেন ইমরান! ওজন কমিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। হেয়ারস্টাইলেও এসেছে পরিবর্তন।

সাজ-পোশাকেও নতুনত্ব। সব মিলিয়ে নতুন ইমরানকে আবিস্কার করা গেলো। তার এই প্রস্তুতি একটি ভিডিওর জন্য। ঈদ উপলক্ষে এটি নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন তিনি। ‘বাহুডোরে’ শিরোনামের গানটির সুর-সংগীতায়োজন তারই।

ইমরান বললেন, “গত পহেলা বৈশাখে ঈগল মিউজিক থেকে প্রকাশিত ‘বাহুডোরে’ অ্যালবামের শিরোনাম-গানটি নিয়ে ভালো সাড়া পেয়েছি। তাই ভিডিও নির্মাণে উদ্বুদ্ধ হলাম। সত্যি বলতে ভিডিওটির জন্য নিজের মধ্যে অনেক পরিবর্তন আনতে হয়েছে আমাকে। আমি এ নিয়ে অনেক আশাবাদী। ”

‘বাহুডোরে’র ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন উঠতি তারকা বৃষ্টি ইসলাম। তাদের রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে অন্যরকমভাবে। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন।

ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। তিনি বলেন, ‘ইমরানকে নতুন লুকে উপস্থাপন করেছি। পুরো ভিডিওতে একটি ভিন্নতা তৈরির চেষ্টা ছিলো। দেখলেই দর্শক বুঝবেন সেটা। ’ ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে আগামী ক’দিনের মধ্যে এটি উন্মুক্ত হবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।