ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘রাতভর’ শাকিবের সঙ্গে অপু! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
‘রাতভর’ শাকিবের সঙ্গে অপু! (ভিডিও)

হলুদিয়া পাখির মতো সাগরপাড়ে ডানা মেলে দিলেন অপু বিশ্বাস! কুড়ালেন শঙ্খ। হলুদ গাউন জড়ালেন হাওয়ায়।

পেস্ট-বেগুণি লম্বা ফ্রক আর লাল গাউনেও দেখা গেলো তাকে। থাইল্যান্ডের ব্যাংককে চোখজুড়ানো নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রীর রূপের জাদু মিলেমিশে একাকার।  

দীর্ঘদিন ধরে অপু লাপাত্তা। তাই ভক্তদের মনে স্বস্তি, অবশেষে পাওয়া গেলো তাকে! তবে এই পাওয়া ‘সম্রাট’ ছবির ‘রাতভর’ শিরোনামের একটি গানের ভিডিওতে। মুহাম্মদ মোস্তফা কামালের রাজের পরিচালনায় এখানে তার সঙ্গী চিত্রনায়ক শাকিব খান। তিনি একাই ঠোঁট মিলিয়েছেন এই গানে।

রাজ জানালেন, দৃশ্যধারণে ব্যাংককে সমুদ্রের নীল জলরাশিকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই ভিডিওতে। চিত্রগ্রহণ করেছেন চন্দন রয় চৌধুরী।  

‘রাতভর’ গানটি গেয়েছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির মুখ এমন-
‘সারা রাতভর, চোখের ভেতর
স্বপ্নে তোমার আনাগোনা
নেমে আসে ভোর, থাকে তবু ঘোর
হাওয়ায় হাওয়ায় জানাশোনা
তুমি দেখা দিলে তাই, 
মনে জাগে প্রেম প্রেম কল্পনা
আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না...’

* ‘রাতভর’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।