ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রজনীকান্তের মৃত্যু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
রজনীকান্তের মৃত্যু! রজনীকান্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিলো দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত গুরুতর অসুস্থ। এরপর শোনা যায় তার মৃত্যুর গুজব।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে বলা হয়, হার্ট অ্যাটাক করার কারণে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছে তাকে। কিছুক্ষণ পরেই সেখানে জানানো হয় এ অভিনেতা মৃত্যুর খবর।

কিছুক্ষণের মধ্যেই পোস্টটি অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পরে। এমনকি দক্ষিণের বিভিন্ন তারকারা তাদের সামাজিক যোগযোগমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেন। শেষ পর্যন্ত জানা যায় খবরটি সম্পূর্ণ গুজব। সুস্থভাবেই বেঁচে আছেন কিংবদন্তি এই অভিনেতা।

রজনীকান্তের মুখপাত্র এ গুজব উড়িয়ে দিয়ে জানান, ‘তিনি (রজনীকান্ত) যুক্তরাষ্ট্রে বিশ্রাম নিচ্ছেন। তিনি খুব আনন্দে আছেন এবং পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। গুজব বিশ্বাস করার দরকার নেই। ’

কিছুদিন আগেই তার কাজের স্বীকৃতিস্বরূপ পদ্মবিভুষণ গ্রহণ করেছন ৬৫ বছর বয়সী এই অভিনেতা। খুব শিগশিরই মুক্তি পাবে তার ‘কাবালি’ ছবিটি। এছাড়া বর্তমানে ‘রোবট-টু’-এর শুটিং করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।