ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘এই কি সেই শাকিব!’ (ভিডিও) 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
‘এই কি সেই শাকিব!’ (ভিডিও)  শাকিব খান

দ্বিতীয়বারের মতো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। নায়িকা হিসেবে পেয়েছেন কলকাতার শ্রাবন্তীকে।

‘শিকারী’ ছবির জন্য শাকিব কতোটা খেটেছেন, তার প্রমাণ মিললো প্রথম গানের ভিডিওতে। ইতিবাচক সাড়াও পাচ্ছেন কিংখান খান। ‘শাকিব হেটার’রাও প্রশংসা করছেন তাকে।  

‘ওয়াও শাকিব’, ‘জোশ’, ‘চেনাই যাচ্ছেনা’, ‘কিপ ইট আপ শাকিব’, ‘এই কি সেই শাকিব!’- বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ইউটিউবে প্রকাশিত শাকিব খান ও শ্রাবন্তীর জুটির প্রথম গানের মন্তব্যগুলো এমনই। অনেকের মতে, শাকিব খানকে নাকি এতোদিন ভালোভাবে উপস্থাপনই করা হয়নি! ‘হারাবো তোকে’ গানটি দিয়ে শাকিব নিজেকে অপ্রতিদ্বন্দ্বী প্রমাণ করেছেন।  

শাকিব খান বাংলানিউজকে বলেন, ‘আমার শ্রম সার্থক হতে যাচ্ছে। কয়েক ঘণ্টায় গানটির জন্য এমন ইতিবাচক সাড়া পাবো ভাবতে পারিনি। লন্ডনে শুটিং করার সময়ই বুঝেছিলাম ভালো কিছু ঘটতে যাচ্ছে। তখন থেকেই আমার নিউ লুক নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া টের পাচ্ছিলাম। আমার বিশ্বাস, শুধু গান নয়, পুরো ছবি জুড়ে নতুন শাকিবকে দেখতে পাবেন দর্শক। ’

লন্ডনে চিত্রায়িত ‘হারাবো তোকে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শান। লেখা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।  

‘শিকারী’তে শাকিব ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, সুব্রত, শিবা সানু, রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।

ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও  এসকে মুভিজ। যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী। আসছে ঈদে মুক্তি পাবে ‘শিকারী’।

*শাকিব খান ও শ্রাবন্তীর ‘হারাবো তোকে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।