ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অসুস্থতার কারণেই সব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
অসুস্থতার কারণেই সব কারিনা কাপুর খান

নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘উড়তা পাঞ্জব’-এর প্রচারণা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠানে দেখা যায়নি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে। যেখানে তার সহশিল্পী শহিদ কাপ‍ুর ও আলিয়া ভাটকে প‍াওয়া গেছে সবখানে।

তবে অনেকেই মনে করেছেন প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরের জন্যই হয়তো নিজেকে এসব থেকে দূরে রেখেছেন কারিনা।

তবে এসব থেকে দূরে থাকার কারণ কি শহিদ? এমন প্রশ্নের উত্তরে বেবো বলেন, লন্ডনে থাকার কারণে ‘উড়তা পাঞ্জাব’ ছবির সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে থাকতে পারিনি। এ ছাড়া আমি সুস্থও ছিলাম না। এসবের জন্য আমি দুঃখিত। তবে ভক্ত ও মিডিয়ার সকলকে বলতে চাই, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই এ কারণে কখনও এটির অপব্যবহার করবেন না।      

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।