ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমের সাম্পানে ইলিয়েনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
প্রেমের সাম্পানে ইলিয়েনা

প্রেম নিয়ে কখনও রাখ-ঢাক করেননি বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। গত মাসে একটি নিউজ এজেন্সির দেওয়া সাক্ষ‍াৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সেসব মানুষের মতো নই যারা সবকিছু নিয়ে লুকোচুরি করেন।

এমনকি আমার ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে চর্চা হোক সেটিও পছন্দ করি না। এ বিষয়ে (প্রেম সম্পর্কে) খোলামেলাভাবে এখন কিছ‍ু বলতে পারবো না। তবে আমি যে বিষয়টি লুকিয়ে রেখেছি তা খুব শিগগিরই প্রকাশ করবো। ’

যেমন কথা তেমন কাজই করে দেখালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে অষ্ট্রেলিয়ান আলোকচিত্রী ও প্রেমিক অ্যানড্রিউ নেবোনের সঙ্গে তোলা কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন ২৮ বছর বয়সী নায়িকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সুন্দর ছবিটির ক্যাপশন কি হতে পারে?’

‘বরফি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায় তেরা হিরো’ ও ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে অভিনয় করেছে ইলিয়েনা। খুব শিগগিরই ‘রুস্তম’ ছবিতে দেখা যাবে তাবে। এতে তার সহশিল্পী অক্ষয় কুমার। ছবিটি মুক্তি পাবে ১২ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।