ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

একটি দুর্ঘটনা ও ‘ক্রস রোড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
একটি দুর্ঘটনা ও ‘ক্রস রোড’

আশা, আনন্দ ও সংশয়ের মিশ্র অনুভুতি নিয়ে ছুটে চলেছে শাফিন। সঙ্গে বন্ধু কাব্য।

সবকিছু আজ কাটায় কাটায় মিলতে হবে। একটুও এদিক ওদিক হলে চলবে না। সময় নষ্ট না করে রিকশা নিয়ে এগিয়ে যাচ্ছে শাফিন। হঠাৎ বিকট একটা শব্দ। বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়েছে শাফীন ও কাব্য।

শাফিনের অবস্থা একটু বেশিই খারাপ। গাড়িটি চালাচ্ছিলো নীরা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। এ দুর্ঘটনায় শাফিন, কাব্য ও নীরার সঙ্গে আরও একজনের জীবন এলোমেলো হয়ে যায়। মেয়েটি হলো বহ্নি। ওর সঙ্গেই শাফিনের দেখা হওয়ার কথা ছিলো। সে শাফিনকে না পেয়ে ফিরে আসে প্রচন্ড দুঃখ আর হতাশা নিয়ে। এমন কাহিনির তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছেন নাটক ‘ক্রসরোড’।

ঈদ উপলক্ষে আর টিভির পর্দায় দেখা যাবে টানটান কাহিনির এই নাটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নওশীন, অপর্ণা ঘোষ, শাহেদ আলীসহ আরও অনেকে। তামজীদ রহমানের রচনায় ‘ক্রস রোড’ পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ।   এটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।