ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় মুক্তি পেলো সাবার ‘ষড়রিপু’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
কলকাতায় মুক্তি পেলো সাবার ‘ষড়রিপু’

ওপার বাংলার ‘ষড়রিপু’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা। পশ্চিমবঙ্গের ২৭টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) মুক্তি পেলো এটি।

‘ষড়রিপু’তে শিল্পপতির স্ত্রী রাকা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন সাবা। মেয়েটির শখ হীরার পেছনে ছোটা। এ নিয়ে অনুসন্ধানের ফলে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে।

সাবা এখন কলকাতায়। শুক্রবার সন্ধ্যায় সেখানে ছবিটির প্রিমিয়ারে অংশ নেন তিনি। তিনি ফেসবুকে আলাপচারিতায় বললেন, “অন্য দেশের ছবিতে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। ‘ষড়রিপু’ নিয়ে আমি উচ্ছ্বসিত। এতে ঝলমলে, আবেদনময়ী ও রহস্যময়ী একটি চরিত্রে অভিনয় করেছি। ”

অয়ন চক্রবর্তী পরিচালিত ছবিটিতে সাবার সহশিল্পীরা হলেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, রুন্দ্রনীল ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, কনিকা ব্যানার্জি,সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। এর আবহসংগীত তৈরি করেছেন দেবজ্যোতি মিশ্র। গান লিখেছেন শ্রীজাত, সংগীত পরিচালনায় দেব সেন।

বাংলাদেশে সোহানা সাবা অভিনয় করেছেন কবরীর ‘আয়না’, মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’ মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ ছবিতে।  

বাংলাদেশ সময় : ০০৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।