ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থর সঙ্গে প্রেম নেই আলিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
সিদ্ধার্থর সঙ্গে প্রেম নেই আলিয়ার

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মনের আদান-প্রদান নাকি ভালো যাচ্ছে না অভিনেত্রী আলিয়া ভাটের। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে কিছুদিন ধরে।

তাদের সম্পর্কের কথাই ইদানীং ঘুরেফিরে আসছে বলিউডে।  

শোনা যাচ্ছে, ‘এক ভিলেন’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সিদ্ধার্থর অভিনয় নিয়ে আলিয়া নাকি সারাক্ষণ প্যানপ্যান করতেন। বলা যায় ৩১ বছর বয়সী এই অভিনেতার কান ঝালাপালা করে ফেলেছিলেন ‘হাইওয়ে’ তারকা! এ বিষয়টি তার মোটেও ভালো লাগেনি।  

এদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া চুক্তিবদ্ধ হওয়ায় চরম হতাশা প্রকাশ করেন সিদ্ধার্থ। কারণ একসময় বরুণের সঙ্গে আলিয়ার প্রেমের গুঞ্জন ছিলো।  

তাজা খবর হলো, এসব গুজব অস্বীকার করে আলিয়া জানান, তিনি এখন কারও সঙ্গে প্রেম করছেন না। সিদ্ধার্থকে শুধুই ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ২৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সিদ্ধার্থ আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ বন্ধু। ও বরাবরই সমর্থন দেয় আমাকে। বন্ধু হিসেবে আমি চাই সে সব অভিনেত্রীর সঙ্গে কাজ করুক। ওর মধ্যে ভারতের বড় সুপারস্টারদের তালিকায় নাম লেখানোর সম্ভাবনা আছে। কার সঙ্গে কাজ করবে বা করবে না, এ নিয়ে আগে কখনও কথা বলিনি। ভবিষ্যতেও আমরা একে অপরের বিষয়ে নাক গলাবো না। ’

বোঝা যাচ্ছে, সিদ্ধার্থর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। যদিও তারা কেউই প্রেম করার খবরটি স্বীকার করেননি। কিন্তু ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে একসঙ্গে রূপালি পর্দায় পথচলা শুরুর পর থেকেই তাদের ঘনিষ্ঠতা কিছু বোঝাতে বাকি রাখেনি! বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠানে তারা একে অপরকে জড়িয়ে ধরে দু’জনে প্রেমের বার্তাই দিয়েছিলেন।

আলিয়ার সঙ্গে ছাড়াছাড়ির কারণেই নাকি নির্ধারিত সময়ের আগেই মায়ামিতে উড়াল দিয়েছেণ সিদ্ধার্থ। সেখানে এখন ‘ব্যাং ব্যাং টু’ ছবির কাজ করছেন তিনি। এতে তার সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজ।  

বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।