ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পরিচালককে ভয় পেয়ে পালালেন উর্বশী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
পরিচালককে ভয় পেয়ে পালালেন উর্বশী! উর্বশী রাউতেলা-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বলিউডের ব্যবসাসফল সিরিজ ‘মাস্তি’র তৃতীয় কিস্তি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন উর্বশী রাউতেলা। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি নাকি ছবিটির পরিচালক ইন্দ্র কুমারকে ভীষণ ভয় পেয়েছিলেন! এ কারণে তাকে দেখলেই পালিয়ে বেড়াতেন ২২ বছর বয়সী এই তারকা।

 তিন মাস তাকে এড়িয়েও গেছেন উর্বশী।  

গত ১৬ জুন ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ইন্দ্র কুমার নিজেই এ তথ্য জানালেন। তিনি বলেন, ‘বেচারি! প্রথমবার দেখার পরেই মনে হলো, ভূতের চরিত্রে ওর বিকল্প নেই! কারণ ভূত হলেও সে মিষ্টি! ওকে দারুণ দেখাচ্ছিলো। কিন্তু এরপরই ভয় পেয়ে পালিয়ে গেলো ও! পরের তিন মাস ওর পেছনে ছায়ার মতো লেগেছিলাম। ’

যোগ করে ইন্দ্র কুমার বলেন, ‘অবশেষে লেখক তুষার হিরানন্দানি ধরতে সক্ষম হয় উর্বশী। আমরা তাকে বুঝিয়েছি, এটি অশ্লীল ছবি না। এতে যৌনতা আছে, তা-ও মামুলি। ও যা ভাবছে তেমন অশ্লীলতা নেই। তাছাড়া গল্পটা অনেক মজার। এরপর ওকে চিত্রনাট্য পড়ে শোনাই। তারপর রাজি হয়েছে ও। ’

‘মাস্তি’র নিয়মিত তিন অভিনেতা বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি এবারও অভিনয় করেছেন। তারা একটি ভূতুড়ে বাড়িতে গেলে উর্বশীর অশরীরী চরিত্রটির সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর তৈরি হতে থাকে অদ্ভুত সব পরিস্থিতি। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই।  

ইন্দ্র কুমার বলিউডে অসংখ্য হিট ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে তুমুল ব্যবসা করেছে ‘দিল’, ‘বেটা’, ‘ইশক’ প্রভৃতি। নব্বই দশকে মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, কাজল, কঙ্গনা রনৌত ও রেখার মতো অভিনেত্রীরা কাজ করেছেন তার পরিচালনায়। তিনি উর্বশীর প্রশংসা করে বলেন, ‘গর্ব নিয়ে বলছি বহুদিন পর অসাধারণ একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করলাম। বিবেক, রিতেশ ও আফতাব এমনিতেই দারুণ, কিন্তু এবার উর্বশীকেও চমৎকার বলবো। ’

* ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবির ট্রেলার : 

বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।