ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মিশেল ওবামার সঙ্গে ফ্রিডা পিন্টো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
মিশেল ওবামার সঙ্গে ফ্রিডা পিন্টো

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে যোগ দিচ্ছেন হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো। লাইবেরিয়া, মরক্কো ও স্পেনে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা কর্মসূচির প্রচারণা করবেন তারা।

 

আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত উল্লিখিত তিনটি দেশে যাবেন মিশেল ও ফ্রিডা। সঙ্গে থাকবেন মিশেল ওবামা ও বারাক ওবামা দম্পতির দুই কন্যা সাশা ও মালিয়া এবং তাদের নানি মারিয়ান রবিনসন।  

‘লেট গার্লস লার্ন’ পদক্ষেপের অংশ হিসেবেই তাদের এই পরিকল্পনা। এর লক্ষ্য মানসম্পন্ন শিক্ষালাভে মেয়েদের সহায়তা করা। লাইবেরিয়ায় ৩১ বছর বয়সী পিন্টো এক আলোচনায়ও অংশ নেবেন মিশেলের সঙ্গে।  

দেশটিতে শিক্ষাগ্রহণ করতে গিয়ে মেয়েরা যেসব বাধার সম্মুখীন হন তা তুলে ধরা হবে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ দেখা করবেন এ দু’জনের সঙ্গে। মরক্কোতে তাদের সঙ্গে যোগ দেবেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। আফ্রিকান দেশগুলোতে প্রাত্যহিক জীবনে নারীদের নানান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন তারা।  

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।