ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

উপস্থাপনার সঙ্গে নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
উপস্থাপনার সঙ্গে নাচ

বিয়ের পর গত বছরের ডিসেম্বরে কন্যাসন্তানের মা হন অভিনেত্রী ও ডিজে মারজিয়া কবির সনিকা। এরপর সংসারেই সময় দিতে হয়েছে তাকে।

এর মধ্যে এটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এতে তার নাচও থাকছে।  

‘ম্যাজিক মামনি', ‘সুন্দরী কমলা'র মতো জনপ্রিয় গানের তালে নাচবেন সনিকা। তার পরিবেশনা ছাড়া থাকবে আরও তিনটি নাচ। কুইন রহমানের পরিচালনায় ‘ফ্লাইং স্টেপস’ নামের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন দুপুর আড়াইটায়। এটি প্রচার হবে এবারের ঈদের অনুষ্ঠানমালায়।  

উপস্থাপনার পাশাপাশি একই অনুষ্ঠানে নাচের অভিজ্ঞতা জানতে সনিকাকে ফোন করলে তার স্বামী জয়নুল আদি ইসলাম সেজান ফোন ধরে জানান, সনিকা এখন বাসায় নেই। চট্টগ্রামের এই তরুণের সঙ্গেই মন দেওয়া-নেওয়ার পর ২০১৫ সালের মার্চে বিয়ের বন্ধনে জড়ান তিনি।

সনিকার জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মা আমিনা খাতুন মিনা রেডিওতে গান করতেন। বাসায় গান শোনার নিয়মিত চর্চা ছিলো বলে ধীরে ধীরে গানকে কেন্দ্র করে ডিস্ক জকি (ডিজে) পেশায় আসেন সনিকা। এরপর কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

বাংলাদেশ সময় : ১৬০৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।