ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বংশের বাতি জ্বালাতে অরুচি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
বংশের বাতি জ্বালাতে অরুচি! ব্লেক লাইভলি

পারিবারিক ঐতিহ্যের মশালটা নিজের হাতে নিতে চাননি হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি। মা-বাবাকে অনুসরণ করে অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছে ছিলো না তার।

একটা সময় গো ধরেছিলেন কিছুতেই পর্দায় আসবেন না।  

ব্লেকের বাবা অভিনেতা আর্নি লাইভলি, মা ইলেইন কাজ করতেন ট্যালেন্ট স্কাউটে। 'গসিপ গার্ল' সিরিজের এই তারকা জানান, প্রায় পুরো পরিবার চলচ্চিত্র শিল্পে কাজ করেছে বলে একবার অভিনয়ে এসেও তা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।  

ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনকে ব্লেক লাইভলি বলেছেন, 'আমি অভিনয়শিল্পী হতে চাইনি। কারণ পরিবারের সবাই এটা হয়ে গেছে আগেই। ' যোগ করে তিনি বলেন, 'পাঁচ ভাইবোনের মধ্যে সবার কনিষ্ঠ হলে ভাবতে হয়, আমি কে? যদি এই হয় তারা তারাই আমার আদল গড়ে দিচ্ছেন, তাহলে আমি কীইবা হবো? আমাকে অবশ্যই নিজের পরিচয়ের জন্য সংগ্রাম করতে হবে। '

ব্লেক এখন সংসার করছেন অভিনেতা রায়ান রিনোল্ডসের সঙ্গে। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী এখন সন্তানসম্ভবা। তাদের কন্যা জেমসের বয়স ১৭ মাস। শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ ঘিরে ধরায় অভিনয় থেকে দুই বছর বিরতি নেবেন বলে পরিকল্পনা আছে তার।  

বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।