ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ও মন রমজানের ওই রোজার শেষে…’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
‘ও মন রমজানের ওই রোজার শেষে…’ 

শওকত আলী ইমন, এস আই টুটুল, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, কনা, সালমা, রাজিব, কোনাল, সাব্বির, ইমরান, কর্নিয়া ও রাফাত- এই ১২ শিল্পী কণ্ঠ দিয়েছেন একটি বিশেষ গানে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঈদের বিশেষ গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ গানটি সমবেত কণ্ঠে গেয়েছেন তারা।

 

বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) কর্তৃপক্ষ প্রতি বছর ঈদুল ফিতরে এই গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করে। এরই ধারাবাহিকতায় তরুণ শিল্পীদের প্রাধান্য দিয়ে এবারও গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  

আগামী ২৯ জুন ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ গানটির ভিডিওচিত্রের শুটিংয়ে অংশ নেবেন শিল্পীরা।  গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক শওকত আলী ইমন।  

ইমন জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি এই গান। এর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্ববোধ করছেন।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসও    

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।