ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জাজের ইউটিউব চ্যানেলে লাখ গ্রাহক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জাজের ইউটিউব চ্যানেলে লাখ গ্রাহক

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের (গ্রাহক) সংখ্যা বাড়ছে। যাত্রা শুরুর অল্পদিনে চ্যানেলটিতে হিট পড়েছে এক লাখ।

এ নিয়ে উচ্ছ্বসিত জাজ পরিবার।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে জাজ। এরপর থেকে নিত্য নতুন চলচ্চিত্র উপহার দিচ্ছে, গড়ছে নতুন নতুন রেকর্ড। ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইব হওয়ার বিষয়টিকে চলচ্চিত্রের জন্য সুখবর বলেই মনে করছেন আজিজ।

শুরুতে এককভাবে হলেও জাজ এখন কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় তারকারা। প্রথমবারের মতো আসছে ঈদে দুটি তারকবহুল ছবি মুক্তি দিচ্ছে জাজ। এগুলো হলো- শাকিব খান ও শ্রাবন্ত্রীর ‘শিকারী’ এবং জিৎ ও নুসরাত ফারিয়ার ‘বাদশা’।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।