ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘শাকিবকে বলে দাও, তাকে দারুণ দেখাচ্ছে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
‘শাকিবকে বলে দাও, তাকে দারুণ দেখাচ্ছে’ শাকিব খান ও দেব

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর টুইটার শেয়ার করে অভিনেতা দেব লিখেছেন, “আরে বাহ্ শিকারী, পুরাই শিকার মুডে। ‘শিকারী’ ছবির গানে তোমাকে (শ্রাবন্তী) দেখতে খুব চমৎকার লাগছে।

শাকিবকে বলে দাও, তাকে দারুণ দেখাচ্ছে। ”

ভারতের বাংলা ছবির হার্টথ্রব দেবের লেখা এ তিনটি বাক্যেই বোঝা যায়, যৌথ প্রযোজনার ছবির একটি গান ও টিজারেই সবার মন কেড়েছেন শাকিব খান। ‘শিকারী’ ছবির মুক্তির মুর্হর্ত যতো এগিয়ে আসছে, শাকিব-বন্দনাও বাড়ছে ততোই।  

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। গত ১৬ জুন ইউটিউবে এসেছে এর ‘হারাবো তোকে’ শিরোনামের গানটি। এরপর ট্রেলারও উন্মুক্ত হয়েছে। নতুন লুকে শাকিবের এই গান ও টিজার এখন রীতিমতো ভাইরাল।  

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘বুনোহাঁস’ ছবির শুটিং করতে প্রায় বছর আড়াই আগে বাংলাদেশে এসেছিলেন দেব। তখন শাকিবের সঙ্গে সাক্ষাৎ হয় তার।  

* শিকারী ছবির টিজার: 

* শিকারী ছবির গান ‘হারাবো তোকে’: 

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬ 
এসও/ জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।