ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আলো ছড়ালো ফাহমিদা নবীর ‘সাদা কালো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আলো ছড়ালো ফাহমিদা নবীর ‘সাদা কালো’ ‘সাদাকালো’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম এখন বাজারে। ঈদ উপলক্ষে এটি পকাশ করেছে অগ্নিবীনা।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক খোলা হয়েছে।   

ফাহমিদা নবী জানান, অ্যালবামের নাম ‘সাদাকালো’। কয়েকজনের লেখা গান থাকলেও এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন একজনই। তার নাম শান।  

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চয়নিকা চৌধুরী, শান, নির্ঝর চৌধুরী, দেবলীনা সুর, শেখ মহসীন ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ প্রমুখ।  গানগুলো লিখেছেন জাহিদ আকবর, ইবনে সুমন, হাসনাত মোহসীন, নাজির ও ফারহানা হক।  

অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘ভালো গীতিকবিতা, ভাল সুর খোঁজার চেষ্টা করি সব সময়। সেই ভাবনা ও দায়িত্ববোধ থেকে নতুন অ্যালবামের গানগুলো করা। শান খুব ভাল সুর করেছেন। ওর কাজে আমি মুগ্ধ। আশা করি, অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে। ’

এরই মধ্যে শিরোনাম গান ‘সাদাকালো’র ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে ফাহমিদার সহশিল্পী শান। তরুণ এই সংগীতশিল্পী বলেন, ‘ফাহমিদা আপা কেমন গান করেন সেটা নতুন করে বলার কিছু নেই। তার জন্য সুর করতে পেরে আমি আনন্দিত। এটা আমার সংগীতজীবনে বড় প্রাপ্তি। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।