ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘‌আরজে মোখলেস’ সাজু খাদেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
‘‌আরজে মোখলেস’ সাজু খাদেম

'এবারের ঈদে বেশ কয়েকটি ভালো কাজ করেছি। এর মধ্যে 'আরজে মোসলেম'-এর কথা আলাদা করে বলবো'- সাজু খাদেমের মুখে শুনছিলাম কথাগুলো।

নাটকটিতে আরজে তথা রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সাজু খাদেম বললেন, 'এর গল্পটা অন্যরকম। আরজে মোখলেসের চরিত্রে অভিনয় দেখানোর সুযোগ পেয়েছি। দৃশ্যধারণের সময় মজাও হয়েছে। '

একক নাটক 'আরজে মোখলেস' পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল ও একটি বিশেষ চরিত্রে জাহিদ হোসেন শোভন।

নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। তিনি জানান, ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে 'আরজে মোখলেস'।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।