ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সংগীত দিবসে ‘কপিরাইট ও শিল্পীর অধিকার’ বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
সংগীত দিবসে ‘কপিরাইট ও শিল্পীর অধিকার’ বিষয়ক সেমিনার

২১ জুন বিশ্ব সংগীত দিবস। দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করবেন সংগীত সংশ্লিষ্ট মানুষেরা।

এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সেমিনার ও ইফতার পার্টি।  

ওইদিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হবে ‘কপিরাইট ও শিল্পীর অধিকার’ শীর্ষক সেমিনার ও ইফতার পার্টি।  

সংগঠনের সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান।

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, এতে প্রধান আলোচক থাকবেন সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী ও রফিকুল আলম, সুরকার শেখ সাদী খান, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, ফেরদৌস হোসেন ভূঁঞা প্রমুখ। সেমিনারে কপিরাইট সম্পর্কিত আইনগত ব্যাখ্যা হাজির করবেন ব্যারিষ্টার হামিদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।