ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে তরুনের একক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ঈদে তরুনের একক তরুন মুনশী

‘চলে যদি যাবি দূরে স্বার্থপর/আমাকে কেন জোছনা দেখালি…’ গানটির মাধ্যমে গায়ক তরুনের পরিচিতি ছড়িয়ে পড়ে। এর আগে-পরে তার লেখা ও সুরে অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে।

গায়ক ও সুরকার তরুন মুনশী এবার আসছেন নতুন একক অ্যালবাম নিয়ে।  

তরুন বাংলানিউজকে জানান, আট বছর পর ঈদ উপলক্ষে সাউন্ডটেক প্রকাশ করছে তার তৃতীয় একক ‘আঁধার ঘরে একা’। বরাবরের মতো নিজের কথা ও সুরে গেয়েছেন তিনি। কিছুদিনের মধ্যে অ্যালবামটি বাজারে আসবে।  

এর আগে ২০০৫ সালে তরুনের প্রথম একক অ্যালবাম ‘কষ্টের কয়লা’ প্রকাশ হয়। এরপর ২০০৮ সালে আসে দ্বিতীয় একক ‘স্বার্থপর’।  

তরুনের লেখা ও সুরে জেমসের ‘পদ্ম পাতার জল’, খালিদের ‘সরলতার প্রতিমা’, মাকসুদের ‘সন্ধি’ প্রভৃতি গান দারুণ জনপ্রিয়।  নাটক ও চলচিত্রের গানেও তিনি কাজ করেছেন। ইফতেখার আহমেদ ফাহমির ‘আমাদের গল্প’তে তার গাওয়া ‘কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোনো ফোন’ শ্রোতাপ্রিয় হয়  কাজ করেছেন একই পরিচালকের চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’-এ। ‘দ্য ট্র্যাপ’-এর পর ‘তরুন ব্যান্ড’ নামে গানের দল গড়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৬ 
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।