ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্বজিৎ-টুটুল-বাপ্পার ‘ভালোবাসার অনুমোদন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুন ২০, ২০১৬
বিশ্বজিৎ-টুটুল-বাপ্পার ‘ভালোবাসার অনুমোদন’ (বাঁ থেকে) কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার

সংগীতাঙ্গনের জনপ্রিয় তিন শিল্পী কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল ও বাপ্পা মজুমদারের গান নিয়ে প্রকাশ হচ্ছে একটি অ্যালবাম। নাম ‘ভালোবাসার অনুমোদন’।

এর গানগুলোর শিরোনাম- ‘গ্রহণ’, ‘জীবনের কাছে’, ‘যদি ভালো না বাসতাম’, ‘অভিনন্দন’, ‘প্রেমে তোমার’ প্রভৃতি।

গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। তিনি বলেন, ‘তিনজন অসাধারণ শিল্পীকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এই অ্যালবামের মাধ্যমে। চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো করার। শ্রোতার পছন্দ করলে আমাদের শ্রম সার্থক হবে। ’

অ্যালবাম প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘টুটুল ও বাপ্পা আমার অসম্ভব পছন্দের শিল্পী। আশা করছি, শ্রোতারা আমাদের গানগুলো পছন্দ করবেন। ’

সব গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। তার কথায়, ‘গান বাজারের সেই জৌলুস এখন আর নেই। আমিও তাই বহুদিন নিজেকে গুটিয়ে রেখেছিলাম। এখন মনে হচ্ছে গানে আবার সুবাতাস বইছে। লিখেছি প্রাণ খুলে। শিল্পীরা গেয়েছেন অনবদ্য। ’

অ্যালবামে তিন সংগীতশিল্পীদের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে ঐশী ও নদীর কণ্ঠ। ঈদ উপলক্ষে ‘ভালোবাসার অনুমোদন’ বাজারে আনছে সিডি প্লাস।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।