ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মিলন মাহমুদের অ্যালবামে জুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২০, ২০১৬
মিলন মাহমুদের অ্যালবামে জুলি জুলি ও মিলন মাহমুদ

খুব বেশি গান করেননি কণ্ঠশিল্পী জুলি। এর মধ্যে দ্বৈত গানের সংখ্যা হাতেগোনা।

দ্বৈত কণ্ঠে বড় ভাই বালামের সঙ্গেও গেয়েছেন, একটি গান আছে বন্ধু কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরীর সঙ্গে। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন মিলন মাহমুদ। মিলন-জুলির নতুন গানটি প্রকাশ হবে এ ঈদে।

সোমবার (২০ জুন) সকালে জুলি বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে সংগীতা বাজারে আনছে মিলন মাহমুদের নতুন একক অ্যালবাম ‘প্রিয়জন’। এতে জনপ্রিয় এই সংগীতশিল্পীর লেখা ও সুরে তারই সঙ্গে গেয়েছেন জুলি। ‘প্রিয়জন’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন শচি শামস। জুলি বলেন, ‘মনের মতো গান করতে চাই সবসময়। নতুন গানটিও তেমনই। ’

এদিকে দীর্ঘদিন পর বালামের সঙ্গে জুলি ফিরছেন নতুন গান নিয়ে। এর ভিডিওচিত্রের দৃশ্যধারণেও অংশ নিয়েছেন তারা। ‘কতো যে খুঁজেছি তোমায়’ শিরোনামের গানটি নিয়ে আশাবাদী জুলি।   

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।